ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

প্রবাসীদের জন্য ‘সুখবর’ দিলেন সিইসি

২০২৫ সেপ্টেম্বর ১১ ১৬:৩৫:০১
প্রবাসীদের জন্য ‘সুখবর’ দিলেন সিইসি

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন। নির্বাচনে অংশগ্রহণের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে তাদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। এ জন্য ‘Postal Ballot BD’ নামে একটি নতুন মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে।

সম্প্রতি কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেটের আয়োজনে ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ ও প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই সুখবর দেন। অনুষ্ঠানে সিইসি প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও স্মার্ট এনআইডি বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন এবং আগামী নির্বাচনে প্রবাসীদের স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।

সিইসি প্রবাসীদের ভোটার নিবন্ধন ও ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত তথ্য দেন। কানাডায় প্রবাসী বাংলাদেশিরা মতবিনিময় সভায় অংশ নিয়ে নির্বাচন কমিশনের উদ্যোগের প্রশংসা করেন। সভায় বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, ভোটারদের জন্য ডিজিটাল ও নিরাপদ ভোট ব্যবস্থা গড়ে তোলা হবে যাতে প্রবাসীরা সহজেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ‘Postal Ballot BD’ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ভোট প্রদান আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে