ঢাকা, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

২১ বছরের রেকর্ড ভাঙল শীত!

২০২৬ জানুয়ারি ০৪ ১১:১৯:৩০
২১ বছরের রেকর্ড ভাঙল শীত!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে শীতের প্রকোপ আরও বেড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় সূর্যের আলো বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না, ফলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীত বেশি অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২১ বছরের ইতিহাসে এবারের মতো দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য এত কম আগে দেখা যায়নি। চলতি বছরে পার্থক্য হয়েছে মাত্র ১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা ২০০৪ সালে রেকর্ড করা ২.৬ ডিগ্রি সেলসিয়াস পার্থক্যের তুলনায় অনেক কম।

আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা বলেন, চলতি মাসজুড়েই শীতের দাপট থাকবে। এই মাসে দেশের বিভিন্ন জেলায় পাঁচটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে এক থেকে দুটি তীব্র হতে পারে। এতে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে।

শনিবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সবচেয়ে কম। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস (নওগাঁ, পাবনা ও রাজশাহীতে)।

আবহাওয়াবিদ জানান, শীত ও কুয়াশা আগামী সাতদিন এমনই থাকতে পারে। বৃষ্টি না হলে কুয়াশা কাটার সম্ভাবনা কম। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকায় শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে