ঢাকা, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

বাংলাদেশিদের জন্য স্বপ্নের খবর: খুলল নতুন সুযোগ

২০২৬ জানুয়ারি ০৫ ১১:৪৮:১৮
বাংলাদেশিদের জন্য স্বপ্নের খবর: খুলল নতুন সুযোগ

নিজস্ব প্রতিবেদক : পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া ২০২৬ সালের জন্য ৯০ হাজার বিদেশি দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে। একই সঙ্গে ভিসা প্রক্রিয়াও আগের তুলনায় সহজ করা হয়েছে, যা বাংলাদেশের মতো দেশ থেকে আগ্রহী কর্মীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।

রোমানিয়া সরকারের তথ্য অনুযায়ী, বিভিন্ন খাতে জনবল সংকট মোকাবিলার জন্য এই বড় পরিসরের কোটা অনুমোদন করা হয়েছে। সর্বোচ্চ চাহিদা রয়েছে কুরিয়ার খাতে—২৬,২৭৫ জন। এ ছাড়া পণ্য পরিবহন ও হ্যান্ডলিংয়ে ২০,৯১২ জন, নির্মাণ ও গাঁথুনি ও ভাঙার কাজে ২০,৪৮৪ জন, নির্মাণ খাতে ১৭,৭৯৯ জন, বাণিজ্যিক খাতে ১৬,২৪৬ জন, কার ও ভ্যানচালক ১২,২৩৭ জন, রাঁধুনির সহকারী ১২,০৭৭ জন এবং নিরাপত্তাকর্মী ১০,৪৩৮ জন নিয়োগের পরিকল্পনা করা হয়েছে।

রোমানিয়ার ইমিগ্রেশন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশি কর্মীদের জন্য ৮৩,৯১৪টি কর্মসংস্থান পারমিট ইস্যু করা হয়েছে। একই সময়ে আরও ৭,৪১৮টি আবেদন প্রক্রিয়াধীন ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ৪২,৫৪৪টি ভিসা ইস্যু করা হয়েছে। তবে ৯,৮৫১টি দীর্ঘমেয়াদি কর্মভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে এবং ২৭২টি ভিসা বাতিল বা প্রত্যাহার হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, সহজতর ভিসা পদ্ধতি ও বড় নিয়োগ কোটা বাংলাদেশের কর্মীদের জন্য রোমানিয়ার শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি করতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে