ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

পাঠ্যবইয়ে রাজনীতির ছাপ: যা যোগ হলো, যা বাদ গেল

২০২৬ জানুয়ারি ০৬ ০৯:৪৭:৫৪
পাঠ্যবইয়ে রাজনীতির ছাপ: যা যোগ হলো, যা বাদ গেল

নিজস্ব প্রতিবেদক : নতুন শিক্ষাবর্ষ ২০২৬–এ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া পাঠ্যবইয়ে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে ইতিহাসের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে একাধিক পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত এবং জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) পরামর্শ অনুযায়ী পাঠ্যবইগুলো পরিমার্জন করা হয়েছে। এই পরিবর্তনের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, তরুণ প্রজন্মের সামনে দেশের রাজনৈতিক ইতিহাসের একটি ‘বাস্তব ও ভারসাম্যপূর্ণ’ চিত্র তুলে ধরা।

নবম ও দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে শেখ হাসিনার শাসনামলকে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে। একই বইয়ের দ্বিতীয় অধ্যায় ‘বাংলাদেশের স্বাধীনতা’ শিরোনামের পাঠে বলা হয়েছে, ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে। ক্ষমতায় আসার পর স্থায়ীভাবে ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষায় শেখ হাসিনা কর্তৃত্ববাদী হয়ে ওঠেন। বিরোধী রাজনৈতিক দল ও ভিন্নমতাবলম্বীদের ওপর দমন-পীড়ন শুরু হয়। দুর্নীতির প্রসার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল করার মাধ্যমে দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠায় শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগ বেপরোয়া হয়ে ওঠে—এমন বর্ণনা পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।

যুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান

২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্র-জনতার আন্দোলনকে পাঠ্যবইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে পর্যায়ক্রমে এই আন্দোলনের প্রেক্ষাপট, বিস্তার ও পরিণতি তুলে ধরা হয়েছে।

নবম ও দশম শ্রেণির বইয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, ৩৬ দিনের আন্দোলনে প্রায় দেড় হাজার মানুষ নিহত হন, যাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ ছিল শিশু।

বাদ পড়ল ৭ মার্চের ভাষণ

এবারের পাঠ্যবই সংস্কারের অংশ হিসেবে অষ্টম শ্রেণির সাহিত্য কণিকা বই থেকে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাদ দেওয়া হয়েছে। আগের সংস্করণে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ শিরোনামে ভাষণটি পূর্ণাঙ্গভাবে অন্তর্ভুক্ত ছিল।

কার্টুনে রাষ্ট্রীয় সহিংসতার ইঙ্গিত

ষষ্ঠ শ্রেণির চারুপাঠ বইয়ে ‘কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা’ শিরোনামের একটি পাঠে রাষ্ট্রীয় দমন-পীড়নের প্রতীকী উপস্থাপনা যুক্ত করা হয়েছে। এতে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার একটি কার্টুন চিত্র ব্যবহার করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে