ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

ভোটারদের বিভ্রান্তি এড়াতে ইসির চমকপ্রদ সিদ্ধান্ত

২০২৬ জানুয়ারি ০৬ ১৮:৫৫:০৩
ভোটারদের বিভ্রান্তি এড়াতে ইসির চমকপ্রদ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি কোনো নির্বাচনী এলাকায় একাধিক প্রার্থীর নাম হুবহু মিলে যায়, ভোটারদের বিভ্রান্তি এড়াতে নির্বাচন কমিশন (ইসি) নতুন নির্দেশনা জারি করেছে।

ইসি জানিয়েছে, এই ধরনের পরিস্থিতিতে ব্যালট পেপার ও প্রার্থী তালিকায় পার্থক্য বজায় রাখতে প্রার্থীর বাবা, মা অথবা স্বামীর নাম ব্যবহার করতে হবে।

নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা দেশের সব জেলা প্রশাসক, রিটার্নিং অফিসার এবং ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনার মূল দিকসমূহ

নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ (বিধি ৭(২)) অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নামের তালিকা (ফরম-৫) বর্ণক্রম অনুসারে তৈরি করা হয়।

একই নামের একাধিক প্রার্থী থাকলে:

প্রার্থীর নামের সঙ্গে বাবার নাম, মায়ের নাম বা স্বামীর নাম যুক্ত করতে হবে।

প্রয়োজনে বিধি ৯(১) অনুযায়ী বরাদ্দ প্রতীকের ক্রমানুসারে নামগুলো সাজিয়ে ফরম-৫ প্রস্তুত করতে হবে।

ইসি জানিয়েছে, অনেক সময় একই নির্বাচনী এলাকায় একাধিক স্বতন্ত্র বা দলীয় প্রার্থী একই নাম নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ব্যালট পেপার ছাপানো এবং ভোটারদের সঠিক প্রার্থী চিহ্নিত করা জটিল হয়ে ওঠে। এই জটিলতা দূর করতে এবং স্বচ্ছতা বজায় রাখতে এই ব্যাখ্যামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে