ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

জামিন পেলেন ‘জুলাই যোদ্ধা’ সুরভী

২০২৬ জানুয়ারি ০৫ ১৯:১৩:৫৮
জামিন পেলেন ‘জুলাই যোদ্ধা’ সুরভী

নিজস্ব প্রতিবেদক : চাঁদাবাজির মামলায় আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে আদালত জামিন দিয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক অমিত গুহ তাঁকে জামিন মঞ্জুর করেন।

আদালতের অতিরিক্ত পিপি হাফিজ উল্লা দর্জি বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিপক্ষের আবেদন ও রিভিউর পর বিচারক চার সপ্তাহের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন।

এর আগে দুপুরে পুলিশ সুরভীকে রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড অনুমোদন করেছিলেন।

সুরভীকে গত ২৫ ডিসেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রায় ৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে