ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

বিশ্বে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে যেসব দেশে

২০২৬ জানুয়ারি ০৬ ১৯:০১:২৪
বিশ্বে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে যেসব দেশে

নিজস্ব প্রতিবেদক : বিশ্বে সবচেয়ে বেশি মসজিদ কোন দেশে? সাধারণ ধারণার চেয়ে বাস্তবতা অনেক বিস্ময়কর। ২০২৫–২৬ সালের বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, মসজিদের সংখ্যায় বিশ্বে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া।

মসজিদ কেবল নামাজের স্থান নয়। মুসলিম সমাজে এটি ধর্মীয় শিক্ষা, সামাজিক মিলনমেলা, দান-খয়রাত এবং সম্প্রদায়িক জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। তাই কোন দেশে কত মসজিদ রয়েছে, তা সেই দেশের ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপটের প্রতিফলন।

মসজিদের সংখ্যায় শীর্ষ দেশগুলো

ইন্দোনেশিয়া – প্রায় ৮ লাখ মসজিদ

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় প্রায় ৮ লাখ মসজিদ রয়েছে। শহর থেকে প্রত্যন্ত গ্রাম, সবখানেই মসজিদ দেখা যায়। এরা শুধু নামাজের জন্য নয়, শিক্ষা ও সামাজিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভারত – প্রায় ৩–৪ লাখ মসজিদ

ভারত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নয়, তবুও এখানে প্রায় ৩ থেকে ৪ লাখ মসজিদ আছে। ঐতিহাসিক মসজিদ থেকে মহল্লাভিত্তিক ছোট মসজিদ, সবই দেশের মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় চাহিদা মেটাতে অবদান রাখে।

বাংলাদেশ – প্রায় ৩ লাখ ৫০ হাজার মসজিদ

দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশেও প্রায় ৩ লাখ ৫০ হাজার মসজিদ রয়েছে। শহর ও গ্রামের ঘন নেটওয়ার্কের কারণে দেশটি বিশ্বের অন্যতম মসজিদসমৃদ্ধ দেশ।

সৌদি আরব – প্রায় ৩ লাখ মসজিদ

ইসলামের পবিত্র দুই মসজিদ (মসজিদুল হারাম ও মসজিদে নববী) থাকা সৌদি আরবে প্রায় ৩ লাখ মসজিদ রয়েছে। পাড়া-মহল্লার ছোট মসজিদ থেকে বিশাল ঐতিহাসিক মসজিদ, সবই এতে অন্তর্ভুক্ত।

পাকিস্তান – ১ লাখ ১০ হাজারের বেশি মসজিদ

পাকিস্তানে মসজিদের সংখ্যা প্রায় ১ লাখ ১০ হাজার। দেশটির ধর্মীয় ও সামাজিক জীবনে ইসলামের প্রভাব এখানেও প্রতিফলিত।

উল্লেখযোগ্য অন্যান্য দেশ

মিসর: ১ লাখের বেশি

তুরস্ক: প্রায় ৮৫ হাজার

নাইজেরিয়া: প্রায় ৮০ হাজার

ইরান: প্রায় ৫৮ হাজার

আলজেরিয়া: প্রায় ৩০ হাজার

মসজিদের সংখ্যা বেশি হওয়ার কারণ

বিশেষজ্ঞদের মতে, মসজিদ বেশি থাকা দেশে তিনটি মূল কারণ রয়েছে:

মুসলিম জনসংখ্যা – জনসংখ্যা বেশি হলে মসজিদের সংখ্যাও স্বাভাবিকভাবে বেশি।

সাংস্কৃতিক ঐতিহ্য – অনেক দেশে মসজিদ সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হওয়ায় ছোট এলাকাতেও একাধিক মসজিদ থাকে।

ঐতিহাসিক উত্তরাধিকার – মিসর, তুরস্কের মতো দেশে শত শত বছরের পুরোনো মসজিদ আজও ধর্ম ও সংস্কৃতির প্রতীক।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ নয় এমন দেশে মসজিদের বৃদ্ধি

মুসলিম সংখ্যাগরিষ্ঠ নয় এমন দেশেও মসজিদের সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্রে ২০১০–২০২০ সালের মধ্যে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি হয়েছে। জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে হাজার হাজার মসজিদ ও নামাজঘর মুসলিমদের ধর্মীয় ও সামাজিক চাহিদা পূরণ করছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে