ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

সূচক নিয়ে পাঁচ কোম্পানির দড়ি টানাটানি

২০২৬ জানুয়ারি ০৬ ১৫:৩৯:৫৫
সূচক নিয়ে পাঁচ কোম্পানির দড়ি টানাটানি

নিজস্ব প্রতিবেদক: আগের দিনের ধারাবাহিকতায় আজও (০৬ জানুয়ারি, ২০২৬) সূচকের নামমাত্র পতনের মধ্য দিয়ে শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনেও কিছুটা ভাটা দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১ পয়েন্ট কমে দিনশেষে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫৬ পয়েন্টে।

আজকের বাজারে সূচকের উত্থান ও পতনের টানাপোড়েনে মূল ভূমিকা রেখেছে পাঁচটি কোম্পানি। এর মধ্যে তিনটি কোম্পানি সূচক বাড়াতে সক্রিয় ভূমিকা রাখলেও বিপরীতে দুটি কোম্পানি সূচক কমানোর নেতৃত্ব দেয়। তবে দিনশেষে দুই কোম্পানির প্রভাব বেশি থাকলেও তিন কোম্পানির কারণে বড় ধরনের পতন এড়ানো সম্ভব হয়েছে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টালের তথ্যে এ চিত্র উঠে এসেছে।

সূচক বাড়ানোর ক্ষেত্রে নেতৃত্বে থাকা তিন কোম্পানি হলো— স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা এবং ব্র্যাক ব্যাংক। এই তিন কোম্পানি মিলিয়ে আজ ডিএসইর সূচকে প্রায় ৮ পয়েন্ট যোগ করেছে।

এর মধ্যে স্কয়ার ফার্মা এককভাবে সর্বোচ্চ অবদান রাখে। কোম্পানিটি আজ ডিএসইর সূচকে প্রায় ৪ পয়েন্ট যোগ করেছে। এদিন স্কয়ার ফার্মার শেয়ার দর ২ টাকা বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০২ টাকা ৪০ পয়সায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ২০০ টাকা ৬০ পয়সা থেকে ২০৩ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ২৮ লাখ ৪২ হাজার টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ অবদান রাখা বেক্সিমকো ফার্মা আজ ডিএসইর সূচকে ২ পয়েন্টের বেশি যোগ করেছে। কোম্পানিটির শেয়ার দর এদিন ২ টাকা ৩০ পয়সা বা প্রায় ২.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৫ টাকা ৮০ পয়সায়। লেনদেনকালে শেয়ারটির দর ১০৩ টাকা ১০ পয়সা থেকে ১০৮ টাকার মধ্যে ওঠানামা করে। দিনশেষে বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৪৫ লাখ ২৪ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংক আজ ডিএসইর সূচকে প্রায় ২ পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৫০ পয়সা বা ০.৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৫ টাকা ৮০ পয়সায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ৬৪ টাকা ৯০ পয়সা থেকে ৬৬ টাকার মধ্যে ওঠানামা করে। দিনশেষে ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৭৮ হাজার টাকা।

অন্যদিকে, সূচক পতনের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে ইসলামী ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। এই দুই ব্যাংক মিলিয়ে ডিএসইর সূচক থেকে প্রায় ৯ পয়েন্ট কমিয়েছে।

এর মধ্যে ইসলামী ব্যাংক একাই ৮ পয়েন্টের বেশি সূচক কমিয়েছে। অপরদিকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সূচক থেকে প্রায় ১ পয়েন্ট মাইনাস করেছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে