ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

ভারতে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি  

২০২৬ জানুয়ারি ০৬ ১২:৫৯:৫৫
ভারতে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি  

নিজস্ব প্রতিবেদক : কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন কোনো চিকিৎসা নিতে পারছেন না। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে হাসপাতাল থেকে কলকাতার নিজ বাসায় ফিরিয়ে নেওয়া হবে।

পরিবার ও চিকিৎসকরা জানিয়েছেন, বাড়িতে লাইফ সাপোর্ট, অক্সিজেন এবং প্রয়োজনীয় মেডিকেল ফ্যাসিলিটি রাখা হবে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা দিয়ে নতুন কোনো অগ্রগতি সম্ভব নয়।

ওবায়দুল কাদের জুলাই ২০২৫-এর গণঅভ্যুত্থানের পর ভারতে অবস্থান করছিলেন। গত ২ জানুয়ারি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে তিনি কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন এবং ভেন্টিলেশনে রাখা হয়। বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে সাময়িক সাড়া থাকলেও তার অবস্থা অত্যন্ত সংকটজনক।

উল্লেখ্য, ওবায়দুল কাদের ২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ২০১১ থেকে ২০২৪ পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তিনি নোয়াখালী-৫ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে