ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

যেসব এলাকায় তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে

২০২৬ জানুয়ারি ০৫ ১৯:০৮:৫৪
যেসব এলাকায় তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে তীব্র শীত ও শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এর ফলে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হলে আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) দেশের বিভিন্ন বিভাগে তাপমাত্রা নেমে আসতে পারে ৭ ডিগ্রি সেলসিয়াসে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সোমবার (৫ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, সোমবার সন্ধ্যার পর থেকে দেশের আটটি বিভাগের বিভিন্ন জেলা মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় দুপুর ১২টার আগে সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা খুবই কম। অন্যদিকে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে সকাল ১০টার পর সূর্যের আলো দেখা যেতে পারে।

আবহাওয়া বিশ্লেষণে আরও বলা হয়েছে, মঙ্গলবার সকালে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহের তীব্রতা বাড়তে পারে। বিশেষ করে সকাল ৬টার দিকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জানুয়ারি মাসে দেশের ওপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা কমে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, সোমবার রাত থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে। চলতি মাসে এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ দেশের ওপর দিয়ে বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে