ঢাকা, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

বিনিয়োগকারীদের নাগালের বাইরে তিন শেয়ার

২০২৬ জানুয়ারি ০৫ ১৭:১০:১৬
বিনিয়োগকারীদের নাগালের বাইরে তিন শেয়ার

নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার (০৫ জানুয়ারি, ২০২৬) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫৫ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান। এর মধ্যে ১৪৩টির শেয়ার দর বেড়েছে। তবে তিনটি কোম্পানির শেয়ার এমনভাবে বিক্রেতার অভাবে হল্টেড হয়ে যায়। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

হল্টেড হওয়া প্রতিষ্ঠানগুলো হলো—প্রাইম ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল এবং এপোলো ইস্পাত। আজ এই শেয়ারগুলোর ক্রেতা থাকলেও বিক্রেতা না থাকার কারণে লেনদেন বন্ধ রাখা হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি হয়েছে প্রাইম ফাইন্যান্সে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৮.৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৩০ পয়সায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ১ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ ১ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। দিনশেষে প্রাইম ফাইন্যান্সের শেয়ার লেনদেন হয়েছে ১৯ লাখ ৩৫ হাজার টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইউনিয়ন ক্যাপিটালে। এদিন কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৬.৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ২০ পয়সায়। লেনদেন চলাকালে দর ওঠানামা করেছে ৩ টাকা থেকে সর্বোচ্চ ৩ টাকা ৩০ পয়সার মধ্যে। দিনশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১ লাখ ৬২ হাজার টাকা।

তৃতীয় অবস্থানে রয়েছে এপোলো ইস্পাত। এদিন কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ টাকায়। দিনশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪ লাখ ৫১ হাজার টাকা।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে