ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

চট্টগ্রাম বনাম রংপুরের খেলাটি শেষ: জেনে নিন ফলাফল

২০২৬ জানুয়ারি ০৫ ২২:০৬:২৩
চট্টগ্রাম বনাম রংপুরের খেলাটি শেষ: জেনে নিন ফলাফল

স্পোর্টস ডেস্ক: বিপিএলের হাই-ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্স। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে চট্টগ্রাম রয়্যালস। জবাবে ৭ বল হাতে রেখেই ৫ উইকেটের দাপুটে জয় নিশ্চিত করে রংপুর।

ব্যাটিং বিপর্যয়েও লড়াকু চট্টগ্রামব্যাটিংয়ে নেমে শুরুতেই কিছুটা ছন্দপতন ঘটলেও চট্টগ্রামের হাল ধরেন ওপেনার মোহাম্মদ নাঈম ও অ্যাডাম রসিংটন। বিদেশি খেলোয়াড়দের কার্যকর ব্যাটিংয়ে এক সময় বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল বন্দর নগরীর দলটি। তবে শেষ দিকে রংপুরের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করে চট্টগ্রামের রানের চাকায় লাগাম টানেন। ফলে ২০ ওভারে ১৬৯ রানেই থামতে হয় চট্টগ্রাম রয়্যালসকে।

স্নায়ুচাপ সামলে রংপুরের জয়১৭০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে রংপুরের টপ অর্ডার ছিল বেশ আক্রমণাত্মক। লিটন দাস ও ডেভিড মালানের ব্যাটে দুর্দান্ত শুরু পায় রাইডার্সরা। মাঝপথে দ্রুত কিছু উইকেট হারিয়ে ম্যাচ কিছুটা ঝুঁকির মুখে পড়লেও হাল ছাড়েননি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক নুরুল হাসান সোহান। এই দুই সিনিয়র ক্রিকেটারের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে ১৮.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর রাইডার্স।

পয়েন্ট টেবিলের হালচালএই দাপুটে জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও মজবুত করল রংপুর। অন্যদিকে, লড়াকু স্কোর গড়েও বোলারদের ব্যর্থতায় ম্যাচ হারতে হলো চট্টগ্রাম রয়্যালসকে। পরাজয়ের ফলে টেবিলের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়ল সাগরিকার দলটি।সরকার/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে