ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

গোপন বাড়িতে ফিরে গেলেন ওবায়দুল কাদের

২০২৬ জানুয়ারি ০৫ ১৯:১৯:১৮
গোপন বাড়িতে ফিরে গেলেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত বৃহস্পতিবার রাতে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন তিনি। শারীরিক অবস্থার তীব্র অবনতি হওয়ায় কিছু সময় ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

সূত্র জানিয়েছে, কাদেরের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় সোমবার (৫ জানুয়ারি) দুপুরে তিনি গোপন বাড়িতে ফিরে গেছেন। নিউটাউনের ওই বাড়িতে তাকে অক্সিজেন সহ চিকিৎসা প্রদান করা হচ্ছে।

কিছুদিন ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে আসা কাদের বার্ধক্যজনিত সমস্যা ও নানা অসুস্থতায় ভুগছেন। হাসপাতাল থেকে ফিরে তিনি আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে