ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

বাংলাদেশ ব্যাংকের ডলার বাম্পার নিলাম

২০২৬ জানুয়ারি ০৬ ১৯:১৫:৫১
বাংলাদেশ ব্যাংকের ডলার বাম্পার নিলাম

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার নিলামের মাধ্যমে আরও ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনেছে। দেশের ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাজারে বর্তমানে ডলারের সরবরাহ চাহিদার চেয়ে বেশি। রপ্তানিকারক ও প্রবাসীদের স্বার্থ রক্ষার জন্য বাজারমূল্য ধরে রাখতে ব্যাংক গত জুলাই থেকে নিয়মিত ডলার কেনার উদ্যোগ নিয়েছে।

এখন পর্যন্ত মোট ৩৫৪ কোটি ৬৫ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে শুধু জানুয়ারিতে ৪১ কোটি ১০ লাখ ডলার কেনা হয়েছে।

ডলার কেনা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে, মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে। এক ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

এর আগে ২০২৫ সালে বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংক নিম্নলিখিত হারে ডলার কিনেছিল:

১৩ জুলাই: ১৭ কোটি ১০ লাখ ডলার, ১২১.৫০ টাকা

১৫ জুলাই: ৩১ কোটি ৩০ লাখ ডলার, ১২১.৫০ টাকা

২৩ জুলাই: ১ কোটি ডলার, ১২১.৯৫ টাকা

৭–২৯ আগস্ট: ৪–১৭ কোটি ডলারের বিভিন্ন লেনদেন, ১২১.৪৭–১২১.৭০ টাকা

২–৯ সেপ্টেম্বর: ৪–২৬.৫০ কোটি ডলার, ১২১.৭৫ টাকা

১৫–২৪ অক্টোবর: ৩–৩৫.৩০ কোটি ডলার, ১২১.৭৫–১২২.২৯ টাকা

৯–৩০ ডিসেম্বর: ৮–২০ কোটি ডলার, ১২২.২৯–১২২.৩০ টাকা

বাংলাদেশ ব্যাংকের এই ক্রমাগত নিলামের লক্ষ্য হলো বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং রপ্তানিকারক ও প্রবাসীদের সুবিধা নিশ্চিত করা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে