ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

টানা দুই দিনের পতনেও আগের উত্থান ধরে রেখেছে শেয়ারবাজার

২০২৬ জানুয়ারি ০৬ ১৪:৫৫:১৭
টানা দুই দিনের পতনেও আগের উত্থান ধরে রেখেছে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: আগের দিনের ধারাবাহিকতায় আজও (০৬ জানুয়ারি, ২০২৬) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। তবে টানা দুই দিন সূচক কমলেও সপ্তাহের শুরুতে যে পরিমাণ উত্থান হয়েছিল, তা এখনো অতিক্রম করতে পারেনি। ফলে বাজারের সামগ্রিক অবস্থান এখনো তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে ৫ জানুয়ারি, রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক প্রায় ৫৫ পয়েন্ট বেড়েছিল। পরবর্তী দুই কর্মদিবসে সূচক মোটামুটি ১১ পয়েন্ট কমলেও আগের উত্থান পুরোপুরি পুষিয়ে যায়নি। টাকার অঙ্কে লেনদেন কিছুটা কমলেও বাজারে তাৎক্ষণিক কোনো আতঙ্কের লক্ষণ দেখা যাচ্ছে না বলে মত বিশ্লেষকদের।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫৩.৬০ পয়েন্টে। অন্যদিকে, শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫.৪৭ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ এদিন ৮.৭৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৫.৫৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১০৮টির দর বেড়েছে, ২২৭টির দর কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত ছিল।

ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৫৪ কোটি ৬৯ লাখ টাকা। আগের কর্মদিবসে যেখানে লেনদেন হয়েছিল প্রায় ৪৮৫ কোটি ৮১ লাখ টাকা। ফলে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৩১ কোটি ১২ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ১১ কোটি ৭৪ লাখ টাকা, যা আগের দিনের ৮ কোটি ৬৭ লাখ টাকার তুলনায় বেশি।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪২টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির দর বেড়েছে, ৬৩টির দর কমেছে এবং ১৫টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৬১.৯৯ পয়েন্টে। এর আগের কর্মদিবসে এই সূচক ২০.৭১ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে