ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

প্রকাশ্যেই পুলিশের হাত থেকে ছিনতাই গ্রেপ্তারকৃত আ.লীগ নেতা

২০২৬ জানুয়ারি ০৬ ০৯:৫৩:৩৮
প্রকাশ্যেই পুলিশের হাত থেকে ছিনতাই গ্রেপ্তারকৃত আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালীতে জোড়া খুনের মামলার তালিকাভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা জিয়াউল হক চৌধুরীকে গ্রেপ্তারের পর পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়েছে তাঁর অনুসারীরা। ঘটনাস্থলেই পুলিশের গাড়িতে তোলার আগেই তাঁকে ছিনিয়ে নেওয়া হয়।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদমরসূল বটতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জিয়াউল হক চৌধুরী (৪৩) খানখানাবাদ ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান চৌধুরীর সময়ে তিনি খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাঁশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ সূত্র জানায়, জিয়াউল হক চৌধুরীর বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি খানখানাবাদ ইউনিয়নের আলোচিত জোড়া খুনের মামলার তালিকাভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তাঁকে গ্রেপ্তারের জন্য নজরদারিতে রাখা হয়েছিল।

সোমবার বিকেলে বটতলী বাজারের একটি চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় পুলিশ তাঁকে ঘেরাও করে গ্রেপ্তার করে। পরে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলার সময় তাঁর অনুসারীরা সেখানে জড়ো হয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উত্তেজিত লোকজন হাতকড়াসহ জিয়াউল হক চৌধুরীকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, বিভিন্ন মামলার পলাতক আসামি জিয়াউল হক চৌধুরীকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে তাঁর অনুসারীরা পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নেয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে