ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

২০২৬ জানুয়ারি ০৬ ১০:৪৯:৪২
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

নিজস্ব প্রতিবেদক : জাপানের পশ্চিম উপকূলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টা ১৮ মিনিটে ৬ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পটি রেকর্ড করা হয় বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর এএফপির।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, শিমান প্রিফেকচারকে কেন্দ্র করে ভূমিকম্পটি আঘাত হানে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮।

জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ইয়াসুগিতে শিন্দো স্কেলে ভূমিকম্পের মাত্রা পাঁচের বেশি ছিল। এই মাত্রার কম্পনে ভারী আসবাবপত্র পড়ে যেতে পারে এবং গাড়ি চালানোর সময় চালকদের স্টিয়ারিং নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে।

জেএমএ আরও জানায়, একই অঞ্চলে ৪ দশমিক ৫, ৫ দশমিক ১, ৩ দশমিক ৮ ও ৫ দশমিক ৪ মাত্রার বেশ কয়েকটি পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে। তবুও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর পশ্চিম প্রান্তে অবস্থিত জাপান চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থান করছে। এ কারণে দেশটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্প-প্রবণ দেশগুলোর একটি।

প্রায় ১২৫ মিলিয়ন মানুষের আবাসস্থল এই দ্বীপপুঞ্জে প্রতি বছর গড়ে প্রায় ১ হাজার ৫০০টি ভূমিকম্প অনুভূত হয়, যার বেশিরভাগই স্বল্প মাত্রার।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে