ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

বাকলিয়া থানার ৮ পুলিশ সদস্য বরখাস্ত

২০২৬ জানুয়ারি ০৫ ১৯:৪৪:১৩
বাকলিয়া থানার ৮ পুলিশ সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ চেকপোস্টে প্রায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করার পর আত্মসাতের অভিযোগে আট পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বরখাস্তের নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন উপ-পরিদর্শক মোহাম্মদ আল-আমিন সরকার, মোহাম্মদ আমির হোসেন, এএসআই সাইফুল আলম, জিয়াউর রহমান, সাদ্দাম হোসেন, এনামুল হক ও কনস্টেবল রাশেদুল হাসান ভূঞা ও উম্মে হাবিবা স্বপ্না।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-মিডিয়া) আমিনুর রশীদ জানিয়েছেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা পুলিশ লাইনে সংযুক্ত থাকবেন।

পুলিশের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, গত ৮ ডিসেম্বর কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশির সময় আনুমানিক ৮০ হাজার থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার হয়। তবে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে ইয়াবা আত্মসাৎ করেন। কনস্টেবল ইমতিয়াজ হোসেনের অনুনয় সত্ত্বেও ইয়াবা পুনরায় ব্যাগে রাখার পরিবর্তে শুধু কাপড়চোপড়সহ ব্যাগ ফেরত দেওয়া হয়।

পুলিশের তদন্তে কনস্টেবল ইমতিয়াজ হোসেনের স্বীকারোক্তি, বাসের সুপারভাইজারের বক্তব্য এবং অন্যান্য পুলিশ সদস্যদের জবানবন্দি প্রমাণ হিসাবে উঠে এসেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে