ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

সয়াবিন তেল নিয়ে বড় ঘোষণা অর্থ উপদেষ্টার

২০২৬ জানুয়ারি ০৬ ১৬:০১:০৪
সয়াবিন তেল নিয়ে বড় ঘোষণা অর্থ উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে দুই কোটি লিটারের বেশি সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, সরকার মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির বিষয়টি সম্পর্কে সচেতন রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)কে দুই ভাগে বিভক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আইপিএল ইস্যুতে তিনি বলেন, আইপিএল সম্প্রচার বন্ধ হওয়া দেশের অর্থনীতি বা সরকারি ক্রয় ব্যবস্থায় কোনো প্রভাব ফেলবে না। এ সমস্যার সূত্রপাত বাংলাদেশ থেকে হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

মোস্তাফিজুর রহমান প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মোস্তাফিজ একজন ভালো ও পরিচিত ক্রিকেটার। তাকে দয়া করে দলে নেওয়া হয়নি। তবে পুরো ঘটনাটি দুর্ভাগ্যজনক এবং এতে দুই দেশেরই ক্ষতি হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া যথাযথ ছিল বলেও তিনি মন্তব্য করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে