ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

হালাল ইনকামে বড়লোক হওয়ার উপায়

২০২৬ জানুয়ারি ০৬ ১৪:৫৭:৪৮
হালাল ইনকামে বড়লোক হওয়ার উপায়

নিজস্ব প্রতিবেদক : হালাল পথে উপার্জন করেও বড়লোক হওয়া সম্ভব—এমনটাই মনে করছেন অর্থনীতি ও ইসলামি অর্থব্যবস্থার বিশেষজ্ঞরা। তাদের মতে, আয় যতই কম হোক, সঠিক পরিকল্পনা ও অপচয় রোধ করতে পারলে ধীরে ধীরে সম্পদ গড়ে তোলা সম্ভব।

বিশেষজ্ঞরা বলেন, হালাল ইনকামের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আয়ের স্বচ্ছতা ও নিয়মিততা। চাকরি, ব্যবসা কিংবা ফ্রিল্যান্সিং—যে পথই হোক না কেন, অবৈধ ও সন্দেহজনক আয়ের উৎস পরিহার করা জরুরি। পাশাপাশি আয় বৃদ্ধির জন্য দক্ষতা উন্নয়ন ও একাধিক বৈধ আয়ের উৎস তৈরির ওপর জোর দেওয়া হয়েছে।

অপচয় প্রসঙ্গে তারা জানান, অপ্রয়োজনীয় খরচই মানুষের আর্থিক অগ্রগতির সবচেয়ে বড় বাধা। আয় অনুযায়ী বাজেট তৈরি, মাসিক খরচের হিসাব রাখা এবং প্রয়োজন ও বিলাসের মধ্যে পার্থক্য করতে পারলে অপচয় অনেকাংশে কমানো সম্ভব।

এ ছাড়া বিশেষজ্ঞরা নিয়মিত সঞ্চয় ও বিনিয়োগের ওপর গুরুত্ব দেন। অল্প অল্প করে হলেও সঞ্চয় গড়ে তোলা এবং ঝুঁকিমুক্ত ও হালাল বিনিয়োগে সেই অর্থ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঋণনির্ভর জীবনধারা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

তারা আরও বলেন, ধৈর্য, আত্মসংযম ও দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণই হালাল পথে সম্পদশালী হওয়ার মূল চাবিকাঠি। দ্রুত বড়লোক হওয়ার লোভ নয়, বরং সময় নিয়ে পরিকল্পিতভাবে এগোলে হালাল ইনকামেই আর্থিক স্বচ্ছলতা অর্জন সম্ভব।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে