ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

২৫ ঘণ্টায় কত টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ জানালেন নিজেই

২০২৬ জানুয়ারি ০৬ ১০:৫৮:৫৪
২৫ ঘণ্টায় কত টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ জানালেন নিজেই

নিজস্ব প্রতিবেদক : বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে এবি পার্টির প্রার্থী ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনি তহবিলে মাত্র ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা জমা পড়েছে। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি।

ফেসবুক লাইভে ব্যারিস্টার ফুয়াদ জানান, দুটি বিকাশ অ্যাকাউন্টে মোট ১১ লাখ ২০ হাজার ৯৬৯ টাকা, একটি নগদ অ্যাকাউন্টে ১ লাখ ২৫ হাজার ৬০৯ টাকা এবং ব্যাংক হিসাবে ৯ লাখ ৪৫ হাজার ৪৬৭ টাকা জমা হয়েছে। এছাড়া তার কার্যালয়ে একজন সাংবাদিক ২ হাজার টাকা অনলাইনের বাইরে প্রদান করেছেন। সব মিলিয়ে ২৫ ঘণ্টায় মোট ২১ লাখ ৯৪ হাজার ৪৫ টাকা সংগ্রহ হয়েছে।

এই সময় তিনি সতর্ক করেন যে, অনেকে তার ভিডিও কপি করে ভুয়া ফেসবুক পেজ খুলে বিকাশ ও নগদের নম্বর পরিবর্তন করে প্রতারণার চেষ্টা করছে। তিনি অনুরোধ জানান, যারা সাহায্য করতে চান, তারা কেবল তার ভেরিফায়েড ফেসবুক পেজ বা প্রদত্ত নম্বরে অর্থ প্রেরণ করুন।

ব্যারিস্টার ফুয়াদ নিশ্চিত করেন, নগদ, বিকাশ ও ব্যাংক হিসাবের সমস্ত তথ্য এবং ব্যয়ের বিস্তারিত জনসমক্ষে নিয়মিত প্রকাশ করা হবে।

এর আগে রোববার রাত ৯টার দিকে নিজের ফেসবুক পেজে তিনি একটি ভিডিও পোস্ট করে নির্বাচনি তহবিলে আর্থিক সহায়তার আহ্বান জানান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে