ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

ব্যাংক নিতে পারে জোরালো ব্যবস্থা, জানুন নতুন নিয়ম

২০২৬ জানুয়ারি ০৬ ১১:২২:৩২
ব্যাংক নিতে পারে জোরালো ব্যবস্থা, জানুন নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক : দেশের পেমেন্ট সিস্টেমে স্থিতিশীলতা নিশ্চিত করতে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে বিস্তারিত ও নির্ভুল প্রতিবেদন দাখিল বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৫ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে এ নির্দেশনা জানানো হয়।

নির্দেশনার আওতায় থাকবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) এবং ইউটিলিটি সার্ভিস প্রোভাইডারসহ সব বাংলাদেশ ব্যাংক-লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান।

সার্কুলারে বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলোকে তফসিলি ব্যাংকে পরিচালিত ট্রাস্ট ও সেটেলমেন্ট অ্যাকাউন্ট, ই-মানি ও মার্চেন্ট দায় সম্পর্কিত তথ্য সঠিকভাবে প্রতিবেদন করতে হবে। এটি গ্রাহকের অর্থের নিরাপত্তা, পেমেন্ট সিস্টেমের স্থিতিশীলতা এবং জনআস্থা রক্ষার উদ্দেশ্যে।

নতুন বিধান অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোকে দৈনিক তথ্য সংরক্ষণ করতে হবে। পরবর্তী মাসের ১০ তার মধ্যে নির্ধারিত ফরম্যাটে প্রতিবেদন জমা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ভুল বা মিথ্যা তথ্য প্রদানে কঠোর শাস্তি থাকবে। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০২৪-এর ৩৭(৩) ধারা অনুযায়ী মিথ্যা তথ্য প্রদান আদালতে দণ্ডনীয় অপরাধ, এবং ৪১ ধারার অধীনে জরিমানা আরোপের ক্ষমতাও সংরক্ষিত।নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে