ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

যে কারণে মেসির জন্য কেঁদেছিলেন মাদুরো

২০২৬ জানুয়ারি ০৫ ১৯:২৩:২৬
যে কারণে মেসির জন্য কেঁদেছিলেন মাদুরো

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে মার্কিন স্পেশাল ফোর্সের হাতে বন্দী ভেনেজুয়েলার স্বৈরশাসক নিকোলাস মাদুরো। গ্রেপ্তারের ছবি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। তবে তার জীবনেও ফুটবল প্রেমের এক অদ্ভুত অধ্যায় আছে—লিওনেল মেসির বিদায়ে তিনি অঝোরে কেঁদেছিলেন।

মাদুরোর ফুটবলপ্রেম সর্বাধিক প্রকাশ পেয়েছিল ২০২০ সালের মার্চে, করোনা মহামারীর সময়ে। অন্যান্য বিশ্বনেতারা স্যুট-টাই পরে গম্ভীর মুখে ভাষণ দিচ্ছিলেন, মাদুরো রাষ্ট্রীয় টেলিভিশনে বার্সেলোনার নীল ট্র্যাকস্যুট পরে হাজির হন। মজা করে বলেছিলেন, ক্লাবে তাকে নতুন “রিইনফোর্সমেন্ট” হিসেবে সাইন করা হয়েছে এবং উচ্চস্বরে চেঁচিয়েছিলেন, “ভিসকা এল বার্সা!” (বার্সা দীর্ঘজীবী হোক)।

২০১৬ সালে ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকটের সময় মন্ত্রিসভার বৈঠক হঠাৎ বন্ধ করে তিনি মেসির ৩০০তম গোল উদযাপন করেছিলেন। সভায় উপস্থিত জেনারেল ও মন্ত্রীদের হাতে তুলে দেখিয়েছিলেন, কে রিয়াল মাদ্রিদ সমর্থক, কে বার্সেলোনা।

২০২১ সালে মেসিকে আর্থিক সীমাবদ্ধতার কারণে বার্সেলোনা ছাড়তে হলে, মাদুরো এটিকে ব্যক্তিগত শোক হিসেবে গ্রহণ করেছিলেন। এক জনসভায় তিনি বলেছিলেন, “মেসির সঙ্গে যা হয়েছে তা অত্যন্ত কুৎসিত। আমি তার জন্য কেঁদেছি। সে নিখুঁত মানুষ এবং ক্রীড়াজগতের গর্ব।”

বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার সমালোচনা করে তিনি বলেছিলেন, পরিচালকরা মেসিকে ব্যবহার করে ধনবান হয়েছে, পরে তাকে ধাক্কা দিয়ে ক্লাব ছাড়তে হয়েছে।

মাদুরোর দীর্ঘ শাসনামলে তার বিরুদ্ধে মাদক, সন্ত্রাস ও স্বৈরাচার সংক্রান্ত অভিযোগ থাকলেও, কাতালান ক্লাবের জয়গান গাওয়া এই নেতার ফুটবলীয় আবেগ ইতিহাসে এক অদ্ভুত অধ্যায় হিসেবে থাকবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে