ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

বাজার সংশোধনের মাঝেও উজ্জ্বল ৯ খাতের লেনদেন

২০২৬ জানুয়ারি ০৬ ১৭:০৭:১৮
বাজার সংশোধনের মাঝেও উজ্জ্বল ৯ খাতের লেনদেন

নিজস্ব প্রতিবেদক: আজ (০৬ জানুয়ারি) মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন ডিএসইর প্রধান সূচক প্রায় ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫৪ পয়েন্টে। একই সঙ্গে আগের দিনের তুলনায় টাকার অঙ্কে লেনদেন কমেছে প্রায় ৩১ কোটি ১২ লাখ টাকা। তবে সার্বিক এই পতনের মধ্যেও ৯টি খাতে শেয়ারের লেনদেন বেড়েছে।

ডিএসইতে আজ মোট শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৪৫৪ কোটি ৬৯ লাখ টাকা। এর মধ্যে ৯টি খাতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৩৬ কোটি ৮৩ লাখ টাকা, যা মোট লেনদেনের প্রায় ৩০.০৯ শতাংশ। আমার স্টক সূত্রে এসব তথ্য জানা গেছে।

যে খাতগুলোতে লেনদেন বেড়েছে সেগুলো হলো— প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি, বিবিধ, তথ্য প্রযুক্তি, সেবা ও আবাসন, টেলিকমিউনিকেশন, মিউচ্যুয়াল ফান্ড, আর্থিক এবং চামড়া।

এই খাতগুলোর মধ্যে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রকৌশল খাতে। আজ ডিএসইতে এই খাতে প্রায় ৩৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৭.৯০ শতাংশ। খাতটির কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ প্রায় ১৪ কোটি ২৮ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এদিন এই খাতে মোট লেনদেন দাঁড়িয়েছে প্রায় ২৫ কোটি ২০ লাখ টাকা, যা মোট লেনদেনের ৫.৯৪ শতাংশ। খাতটির মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শাহজীবাজার পাওয়ার কোম্পানির শেয়ারে, যার পরিমাণ প্রায় ৮ কোটি ৪০ লাখ ৩৬ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা বিবিধ খাতে আজ ডিএসইতে প্রায় ১৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৪.১৫ শতাংশ। এ খাতের মধ্যে সর্বোচ্চ প্রায় ৫ কোটি ৯৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের।

এছাড়া অন্যান্য খাতগুলোর মধ্যে— তথ্য প্রযুক্তি খাতে ১৭ কোটি ২০ লাখ টাকা, সেবা ও আবাসন খাতে ১০ কোটি ৬৭ লাখ টাকা, টেলিকমিউনিকেশন খাতে ১০ কোটি ৫২ লাখ টাকা, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৮ কোটি ৮০ লাখ টাকা, আর্থিক খাতে ৮ কোটি ২০ লাখ টাকা এবং চামড়া খাতে ৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে