ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

২০২৬ সালে যাত্রা শুরু করে ২০২৫-এ নামল যে বিমান!

২০২৬ জানুয়ারি ০৬ ১১:০৮:২৮
২০২৬ সালে যাত্রা শুরু করে ২০২৫-এ নামল যে বিমান!

নিজস্ব প্রতিবেদক : নতুন বছরকে স্বাগত জানাতে মানুষ নানা আয়োজন করে। তবে কি কখনো ভেবেছেন—২০২৬ সালে প্রবেশের পর আবার বিমানযোগে ২০২৫ সালে ফিরে গিয়ে দ্বিতীয়বার নতুন বছর উদযাপন করা সম্ভব? ঠিক এমনই অভিজ্ঞতা পেয়েছেন ইউনাইটেড এয়ারলাইন্সসহ কয়েকটি বিশেষ ফ্লাইটের যাত্রীরা।

অ্যাভিয়েশন ডেটা প্ল্যাটফর্ম ওএজি’র তথ্য অনুযায়ী, মোট ১৪টি যাত্রীবাহী বিমান ২০২৬ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করে এবং গন্তব্যে পৌঁছায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর।

এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ক্যাথে প্যাসিফিকের ফ্লাইট সিএক্স৮৮০ (বোয়িং ৭৭৭)। বিমানটি ১ জানুয়ারি রাত ১২টা ৩৪ মিনিটে হংকং থেকে উড্ডয়ন করে এবং আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করার পর ৩১ ডিসেম্বর রাত ৯টা ২৮ মিনিটে লস অ্যাঞ্জেলেসে অবতরণ করে। এর ফলে যাত্রীরা একবার আকাশে এবং একবার লস অ্যাঞ্জেলেসে—একই দিনে দুইবার নববর্ষ উদযাপনের সুযোগ পান।

অর্থাৎ, যাত্রীরা ২০২৬ সালে ঘুম থেকে উঠে যাত্রা শুরু করলেও তারা এমন এক স্থানে পৌঁছান যেখানে তখনও ২০২৬ সাল শুরু হয়নি। এই ঘটনা সম্পূর্ণ ভৌগোলিক কারণে সম্ভব হয়েছে; কোনো টাইম মেশিন বা সায়েন্স ফিকশনের গল্প নয়। আন্তর্জাতিক তারিখ রেখা মূলত ক্যালেন্ডারের এক দিনকে অন্য দিনের সঙ্গে আলাদা করে এবং প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে এটি অতিক্রম করলে ঘড়ির সময় ও তারিখে হঠাৎ বড় পরিবর্তন ঘটে।

ফ্লাইটের খবর ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা একে “বাস্তব জীবনের টাইম ট্রাভেল” বলে মন্তব্য করেছেন। ইউনাইটেড এয়ারলাইন্সও সোশ্যাল মিডিয়ায় যাত্রীদের এই ব্যতিক্রমী মুহূর্তের জন্য শুভেচ্ছা জানিয়েছে। এছাড়া ফ্লাইটে কিছুটা বিলম্ব হওয়ায় যাত্রীরা দ্বিতীয়বার নববর্ষ উদযাপনের জন্য আরও বেশি সময় পান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে