ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

পঞ্চগড়-১ প্রার্থী সারজিস আলমের সম্পদের রহস্য উন্মোচিত

২০২৬ জানুয়ারি ০৬ ১২:৩৪:৪০
পঞ্চগড়-১ প্রার্থী সারজিস আলমের সম্পদের রহস্য উন্মোচিত

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন। তবে, তার হলফনামা ও আয়কর রিটার্নের মধ্যে আয়ের বড় পার্থক্য ধরা পড়েছে।

২৭ বছর বয়সী সারজিস আলম হলফনামায় নিজেকে ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন এবং বার্ষিক আয় দেখিয়েছেন ৯ লাখ টাকা। কিন্তু ২০২৫-২৬ সালের তার আয়কর রিটার্ন অনুযায়ী আয় ২৮ লাখ ৫ হাজার টাকা, যা হলফনামার আয়ের প্রায় তিনগুণ।

শুধু আয়ের নয়, সম্পদের হিসাবেও গরমিল রয়েছে। আয়কর রিটার্নে তিনি মোট ৩৩ লাখ ৭৩ হাজার টাকার সম্পদ উল্লেখ করেছেন, কিন্তু হলফনামায় উল্লেখযোগ্যভাবে কম দেখানো হয়েছে।

হলফনামা অনুযায়ী তার অস্থাবর সম্পদ হলো:

নগদ: ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা

ব্যাংক: ১ লাখ টাকা

ইলেকট্রনিক পণ্য: ৭৫ হাজার টাকা

আসবাবপত্র: ৭৫ হাজার টাকা

স্বর্ণালংকার: নেই

স্থাবর সম্পদ হিসেবে দান পাওয়া সাড়ে ১৬ শতাংশ কৃষিজমি রয়েছে, যা অর্জনকালীন মূল্য ৭,৫০০ টাকা হলেও বর্তমান আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। সব মিলিয়ে সারজিস আলমের স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য দাঁড়ায় ১০ লাখ টাকা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে