ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

ডিভিডেন্ডের অনুমতি পেল বিডিকম অনলাইন

২০২৬ জানুয়ারি ০৬ ১৪:৫৯:০৩
ডিভিডেন্ডের অনুমতি পেল বিডিকম অনলাইন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেড তাদের ঘোষিত স্টক ডিভিডেন্ড বিতরণের জন্য নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত সম্মতি পেয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থ বছরের জন্য ঘোষিত ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ইস্যু করার বিপরীতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ ৬ জানুয়ারি একটি চিঠির মাধ্যমে তাদের সম্মতি প্রদান করেছে। এর আগে গত বছরের ২৭ অক্টোবর এবং ২০ নভেম্বর ডিএসইর মাধ্যমে এই ডিভিডেন্ড সংক্রান্ত প্রাথমিক তথ্য ও পর্ষদ সভার সিদ্ধান্ত জানানো হয়েছিল।

বিএসইসির এই অনুমোদন পাওয়ার পর কোম্পানিটি ডিভিডেন্ড পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্ধারণে রেকর্ড ডেট ঘোষণা করেছে। আগামী ১৩ জানুয়ারি, ২০২৬ তারিখ বিডিকম অনলাইনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, ওই দিন যাদের হাতে কোম্পানির শেয়ার থাকবে, তারাই এই ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

সাধারণত কোনো কোম্পানি যখন স্তক ডিভিডেন্ড ঘোষণা করে, তখন তা আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন নিতে হয়। বিএসইসি কোম্পানির আর্থিক সক্ষমতা ও অন্যান্য বিষয় বিবেচনা করে এই সম্মতি প্রদান করে। বিডিকম অনলাইনের ক্ষেত্রে এই অনুমোদন মেলায় এখন কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫ শতাংশ বৃদ্ধি পাবে, যা তাদের ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

এর আগে কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৬ পয়সা, আগের অর্থবছরের একই সময় যা ছিল ৮৫ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৫৮ পয়সা।

জুয়েল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে