ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জবাব ভাইরাল

২০২৫ মে ২৫ ১৭:৫৬:১১
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জবাব ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিরুদ্ধে আবারও ‘কঠোর হুঁশিয়ারি’ উচ্চারণ করেছে পাকিস্তান সেনাবাহিনী।রবিবার (২৫ মে) এক বিস্ফোরক বিবৃতিতে পাকিস্তান সশস্ত্র বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন— "যদি ভারত আবার আগ্রাসনের চেষ্টা করে, তাহলে জবাব হবে আগের চেয়েও কঠোর!"

তিনি বলেন,"ভারত ভেবেছিল তারা আঘাত করবে আর পাকিস্তান চুপ থাকবে! কিন্তু আল্লাহর কৃপায় পুরো জাতি ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে। আমরা এক লৌহদৃঢ় প্রাচীরের মতো দাঁড়িয়েছিলাম এবং ভারতের ষড়যন্ত্র একের পর এক ভেস্তে দিয়েছি।"

তিনি আরও যোগ করেন,"তারা মনে করেছিল সেনাবাহিনী ও জনগণ বিভক্ত— এটা ছিল তাদের সবচেয়ে বড় ভুল। পাকিস্তান কখনোই বিভক্ত নয়।"

সেনাবাহিনী মুখপাত্র জানান,"আমাদের নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিল— ভারতের ২৬টি স্থানে পাল্টা জবাব দেওয়া হবে। আমরা চুপ করে বসে থাকি না।"

তিনি দাবি করেন, মুজাফফরাবাদে সাত বছরের শিশু ইর্তিজা ভারতীয় গোলাবর্ষণে নিহত হওয়ার পর ভারতীয় ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করে পাকিস্তান।

তিনি বলেন,"৬ ও ৭ তারিখে ভারতের বিভিন্ন বিমান ঘাঁটি থেকে জেট উড়ে এসে আমাদের শিশুদের টার্গেট করেছিল। আমরা তাদের ঘাঁটিগুলোতেই পাল্টা হামলা চালিয়ে জবাব দিয়েছি।"

তবে তিনি জোর দিয়ে বলেন,"আমরা কোনো বেসামরিক স্থাপনায় হামলা করিনি। মন্দির, জনবসতি বা ধর্মীয় স্থাপনা আমাদের টার্গেট নয়। আমরা শান্তিপ্রিয়।"

"যদি ভারত আবার সেই একই ভুল করে, তাহলে এবার আমরা আগের চেয়েও কঠোর জবাব দেব। আমাদের সীমান্তে আগুন দিলে, তার মূল্য দিতে হবে।"

আঞ্চলিক সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তান আইএসপিআর দাবি করে—"আমাদের দেশে যত সন্ত্রাসী হামলা হয়েছে, তার নেপথ্যে রয়েছে ভারত। যারা মসজিদে বোমা ফেলে, শিশু হত্যা করে— তারা আসলে ভারতের পেটোয়া সন্ত্রাসী।"

চরমপন্থা প্রসঙ্গে তিনি বলেন,"শরীয়াহ নাকি অমুসলিমদের সাহায্য নিতে বলে— এ ধরনের খারিজি নেতারা ইসলামকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। ইসলাম ও এসব সন্ত্রাসী একসঙ্গে চলতে পারে না।"

আহমেদ শরীফ বলেন,"আফগানিস্তান আমাদের মুসলিম প্রতিবেশী। পশতুন ভাইদের বলছি— সন্ত্রাসীদের আশ্রয় দিও না, ভারতের হাতিয়ার হয়ো না।"

বক্তব্যের শেষ দিকে তিনি বলেন,"খাইবার পাখতুনখোয়ার সাহসী জনগণ ও গোত্রবাসীদের বলছি— সময় এসেছে আবার জোরে বলার, কাশ্মীর হবে পাকিস্তানের!"

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে