ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ডিএসই’র এক ব্রোকারেজ হাউজের লাইসেন্স বাতিল

২০২৫ ডিসেম্বর ১১ ০৭:৪৮:৩৪
ডিএসই’র এক ব্রোকারেজ হাউজের লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান ট্রেডক্যাপ স্টক ব্রোকারেজ লিমিটেডের লাইসেন্স নবায়নের আবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আবেদনপত্র জমা দেওয়ার নয় মাস পর এই সিদ্ধান্ত এলো, কারণ নিয়ন্ত্রক সংস্থাটি দেখতে পেয়েছে যে কোম্পানিটির মালিকানা হস্তান্তর সঠিকভাবে সম্পন্ন হয়নি।

এই সিদ্ধান্তের ফলে, যেসব বিনিয়োগকারী এই ব্রোকারেজ হাউসের (যা পূর্বে আনোয়ার খান মডার্ন সিকিউরিটিজ লিমিটেড নামে পরিচিত ছিল) মাধ্যমে লেনদেন করতেন, তাদের এখন লেনদেন চালিয়ে যেতে লিঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের শেয়ার অন্য ব্রোকারেজ হাউসে স্থানান্তর করতে হবে।

বিএসইসির সংশ্লিষ্ট কর্মকর্তারার লাইসেন্স বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, “প্রতিটি স্টক ব্রোকারেজ হাউসকে প্রতি বছর তাদের ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়। কমিশন জানতে পেরেছে যে ট্রেডক্যাপের মালিকানা পরিবর্তন সঠিকভাবে করা হয়নি।"

তবে ট্রেডক্যাপের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ব্রোকার-ডিলার লাইসেন্স নবায়নের জন্য নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয়তা মেনে গত নয় মাস ধরে কাজ করে চলেছে। তাদেরকে লাইসেন্স বাতিলের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এর আগে গত মাসে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডক্যাপের লাইসেন্সের মেয়াদ চলতি বছরের ২৩ নভেম্বর শেষ হয়ে যাওয়ায় ডিএসই তাদের লেনদেন স্থগিত করে। লাইসেন্সের মেয়াদ শেষ হওয়া এবং লেনদেন স্থগিতের আগে ডিএসই ট্রেডক্যাপের বিষয়ে বিএসইসির কাছে দিকনির্দেশনা চেয়েছিল, কিন্তু নিয়ন্ত্রক সংস্থা নীরব ছিল।

লেনদেন স্থগিতের পর ব্রোকারেজ হাউজটি আদালতে যায়। গত ১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট ডিএসইকে নির্দেশ দেয় যে নিয়ন্ত্রক সংস্থা নবায়ন বা পুনরায় লাইসেন্স ইস্যু করার বিষয়ে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ব্রোকারেজ ফার্মটিকে অবিলম্বে তাদের পূর্ণ লেনদেন এবং ডিপোজিটরি কার্যক্রম পুনরায় শুরু করার অনুমতি দিতে হবে। এই পরিস্থিতিতে নিয়ন্ত্রক সংস্থা নবায়ন প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়ে এলো।

ডিএসই-এর তথ্য অনুযায়ী, গত বছরের আগস্টে আনোয়ার খান মডার্ন সিকিউরিটিজের মালিকানা পাঁচজন নতুন শেয়ারহোল্ডারের কাছে হস্তান্তর করা হয়। পরে একজন শেয়ারহোল্ডার ক্রেডিট ইনফরমেশন ব্যুরো থেকে ছাড়পত্র না পাওয়ায় চলে যান। এরপর ২০২৪ সালের নভেম্বরে পূর্ববর্তী এক বছরের জন্য লাইসেন্স নবায়নের অনুমোদন দেওয়া হয়।

তহা/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে