ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এই অথর্ব কমিশনের অধীনে নির্বাচন সম্ভব নয়: নাহিদ

২০২৫ ডিসেম্বর ১৫ ১৯:৫৮:৩৮
এই অথর্ব কমিশনের অধীনে নির্বাচন সম্ভব নয়: নাহিদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন ‘অথর্ব’ এবং তাদের অধীনে কোনো নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে নাহিদ ইসলাম এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি বিচ্ছিন্ন বলে সিইসি এই দায়িত্বে থাকতে পারবেন না। আমরা আশা করি, তিনি অবিলম্বে এই মন্তব্য প্রত্যাহার করবেন। তাঁর অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না, আমরা ছয় মাস ধরে প্রশ্ন করছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা চাই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ। কিন্তু এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন সম্ভব বলে আমাদের মনে হচ্ছে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টার বিষয়ে নাহিদ বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে এই দায়িত্বে থাকা উপযুক্ত নন। ৫ আগস্টের পর নানা মামলা-বাণিজ্য হয়েছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক হয়নি।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘গোয়েন্দা সংস্থাকে বিরোধী দল দমনে ব্যবহার করা হয়েছে। তারা দক্ষতার সঙ্গে গুম-খুন করেছে। কিন্তু এখন হত্যাকারীকে ধরতে পারছে না। ডিপ-স্টেট নিয়ে আমাদের কথা বলতে হবে। একাত্তর সাল থেকে প্রতিরোধ শুরু হয়েছে, এখনও চলছে। আগামীকাল বিজয় দিবসে আমরা উৎসব করি না, বরং প্রতিরোধ যাত্রা করব।’

তিনি ভারতের উদ্দেশে সতর্ক করেন, ‘যদি তারা আগের মতো হস্তক্ষেপ করে এবং নির্বাচনে কারচুপি করতে চায়, আমরা তা প্রতিহত করব। ভারতের উচিত সতর্ক থাকা এবং বাংলাদেশের সঙ্গে সম্মান ও মর্যাদার সম্পর্ক বজায় রাখা।’

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে