ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

লাতিন আমেরিকায় স্থল অভিযানের ইঙ্গিত ট্রাম্পের

২০২৫ ডিসেম্বর ১৩ ১০:৫৫:২৩
লাতিন আমেরিকায় স্থল অভিযানের ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ জোরদার করতে লাতিন আমেরিকায় মাদক চক্রগুলোর বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণাকে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ আরও বিস্তারের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে কখন বা কোন দেশে অভিযান শুরু হবে—সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট তথ্য দেননি।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম চোশুন ইলবো জানিয়েছে, ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “সমুদ্রপথে ঢোকা ৯৬ শতাংশ মাদক আমরা আটকেছি। এখন আমরা স্থল অভিযান শুরু করব—স্থলভাগে কাজটি তুলনামূলক সহজ। খুব শিগগিরই এটি হবে।”

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার আশপাশের ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরসহ লাতিন আমেরিকার বিভিন্ন উপকূলীয় জলসীমায় ‘মাদক বহনকারী’ হিসেবে চিহ্নিত জাহাজ ধ্বংস করছে। এসব অভিযানে উল্লেখযোগ্য প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে জানানো হয়েছে।

এর আগে গত আগস্টে ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ‘বিশ্বের অন্যতম বৃহৎ মাদক পাচারকারী’ বলে আখ্যা দেন। একই সঙ্গে তাঁকে আটক করতে সহায়তাকারীর জন্য ঘোষিত পুরস্কার ২৫ মিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৫০ মিলিয়ন ডলার করা হয়।

সমুদ্রপথে চাপ বাড়ানোর পাশাপাশি ট্রাম্প একাধিকবার স্থল অভিযানের সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। আগে এসব বক্তব্যকে মাদুরো সরকারের ওপর চাপ তৈরির কৌশল হিসেবে ব্যাখ্যা করা হলেও এবার তিনি স্পষ্ট করেন—অভিযান কেবল ভেনেজুয়েলাতেই সীমাবদ্ধ থাকবে না। ট্রাম্প বলেন, “লক্ষ্য যে ভেনেজুয়েলাই হতে হবে, এমন নয়; যারা আমাদের দেশে মাদক ঢোকায়—তাদের সবাই লক্ষ্যবস্তু।”

ট্রাম্প প্রশাসন মাদক সমস্যাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ইস্যু হিসেবে বিবেচনা করছে এবং মাদকের বিরুদ্ধে লড়াইকে কার্যত ‘যুদ্ধ’ আকারে সংজ্ঞায়িত করে সামরিক পদক্ষেপের যৌক্তিকতা তুলে ধরছে। ট্রাম্পের ভাষ্য, অতিরিক্ত মাত্রায় মাদক সেবনে মৃত্যুকে যদি যুদ্ধাহত হিসেবে গণনা করা হয়, তবে এটি হবে ‘তুলনাহীন এক যুদ্ধ’।

তবে ভেনেজুয়েলার বিরুদ্ধে স্থল হামলা বাস্তবে শুরু হবে কি না—তা এখনও অনিশ্চিত। মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য এর আগে সামরিক অভিযানের ক্ষেত্রে স্পষ্ট আইনি ভিত্তির অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। ব্লুমবার্গের বিশ্লেষণে বলা হয়েছে, স্থল হামলা শুরু হলে তা লাতিন আমেরিকায় উত্তেজনার গুরুতর মাত্রা তৈরি করবে।

এ প্রসঙ্গে মাদুরো সতর্ক করে বলেন, কোনো বিদেশি আগ্রাসন হলে শ্রমিক শ্রেণিকে সাধারণ ধর্মঘট ও গণ-অভ্যুত্থানের মাধ্যমে আরও কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে