ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মক নিলামে গুজরাটের পছন্দ তানজিম সাকিব

২০২৫ ডিসেম্বর ১৫ ১৩:৫২:২৯
মক নিলামে গুজরাটের পছন্দ তানজিম সাকিব

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর। নিলামের আগে ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আয়োজন করেছিলেন একটি মক নিলাম, যেখানে বাংলাদেশের পেস অলরাউন্ডার তানজিম হাসান সাকিব দল পাওয়ার সম্ভাবনা পরীক্ষা করেছিলেন।

মক নিলামের দ্বিতীয় দিনে তার ভিত্তিমূল্য ধরা হয় ৭৫ লাখ রুপি, এবং একমাত্র গুজরাট ফ্র্যাঞ্চাইজি তার প্রতি আগ্রহ দেখায়। ফলে তিনি ভিত্তিমূল্যেই গুজরাট দলের অংশ হন।

এর আগে মক নিলামের প্রথম দিনে বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমানকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। মুস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি, কিন্তু তার জন্য চেন্নাই ও বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির মধ্যে তীব্র লড়াই হয়। শেষ পর্যন্ত ৩ কোটি ৫০ লাখ রুপি দামে তাকে দলে নেয় বেঙ্গালুরু।

মুস্তাফিজের নাম পেসার ক্যাটাগরিতে উঠার পর প্রথমে আগ্রহ দেখায় বেঙ্গালুরু, পরে চেন্নাইও দাম বাড়াতে শুরু করে। তবে চূড়ান্তভাবে বেঙ্গালুরুই তাকে দলে নেয়।

আগামী আইপিএল মিনি নিলামে তানজিম সাকিব এবং মুস্তাফিজ ছাড়াও আরও পাঁচজন বাংলাদেশি পেসার সুযোগ পাচ্ছেন। তারা হলেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান এবং নাহিদ রানা।

মক নিলামের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো প্রাথমিকভাবে খেলোয়াড়দের মূল্যায়ন করেছেন। এবার দেশের এই তরুণ পেসাররা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। বাংলাদেশি খেলোয়াড়দের এই অংশগ্রহণ আইপিএল-এ তাদের চাকরি ও অভিজ্ঞতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে