ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এজিএম এর সময়সূচি পরিবর্তন করল ইস্টার্ন লুব্রিকেন্টস

২০২৫ ডিসেম্বর ১৫ ১২:১৮:২২
এজিএম এর সময়সূচি পরিবর্তন করল ইস্টার্ন লুব্রিকেন্টস

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি তাদের আসন্ন ৫৭তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময়সূচিতে পরিবর্তন এনেছে।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে যে, অনিবার্য কারণবশত কোম্পানিটির বোর্ড অফ ডিরেক্টরস এজিএমের সময়সূচি পরিবর্তন করেছে। পূর্বে এজিএমটি ৩১ জানুয়ারি, ২০২৬ তারিখে সকাল ১১:০০ টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিবর্তিত সূচি অনুযায়ী, সভাটি একই দিনে অর্থাৎ ৩১ জানুয়ারি, ২০২৬ তারিখে বিকেল ৩:০০ টায় অনুষ্ঠিত হবে। সভার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৮০ শতাংশ ক্যাশ ও ৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪৩ টাকা ১৮ পয়সা, আগের অর্থবছর ইপিএস হয়েছিল ২৪ টাকা ৮২ পয়সা।

অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে মাইনাস ৬৭ টাকা ৮৩ পয়সা, যা আগের বছর ছিল ৫ টাকা ৬৩ পয়সা। সর্বশেষ ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৯ টাকা ৩৫ পয়সা। আগের বছর যা ছিল ১৯০ টাকা ৮৭ পয়সা।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে