ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

২০২৫ ডিসেম্বর ১৪ ১৭:০৮:২২
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ২০২৫–২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তির পরীক্ষার ফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, এবার মোট পাসের হার দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৫৭ শতাংশ।

ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ২০ হাজার ৪৪০ জন, যা মোট পরীক্ষার্থীর ৯৮ দশমিক ২১ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন বা ১ দশমিক ৭৯ শতাংশ। এছাড়া নকলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মোট ৮১ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮.১৩ শতাংশ) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১.৮৭ শতাংশ), যা ফলাফলে নারীদের উল্লেখযোগ্য অগ্রগতি নির্দেশ করে।

কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের পাশাপাশি আগের বছরগুলোর পরীক্ষার্থীরাও এই ভর্তি পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণদের মধ্যে ১ হাজার ৭০৭ জন পূর্ববর্তী শিক্ষাবর্ষের পরীক্ষার্থী, যাদের মধ্যে ৮৮ জন ইতোমধ্যে বিভিন্ন সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত রয়েছেন।

ভর্তি বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী, আবেদন যাচাই, উত্তরপত্র মূল্যায়ন, ফল প্রস্তুত ও পুনর্নিরীক্ষণ—সব কার্যক্রমই সম্পন্ন হয়েছে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। ওএমআর ও আইসিআর প্রযুক্তি ব্যবহার করে উত্তরপত্র মূল্যায়ন করা হয়। সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে সাধারণ ও সংরক্ষিত—সব আসনেই জাতীয় মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে আসন বণ্টন করা হয়েছে।

সংরক্ষিত কোটার ক্ষেত্রেও নিজ নিজ শ্রেণিভুক্ত প্রার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে নির্বাচন করা হয়। নির্বাচিত শিক্ষার্থীরা কোন কলেজে ভর্তি হবেন, তা নির্ধারণ করা হয়েছে তাদের মেধাক্রম ও কলেজ পছন্দ অনুযায়ী স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে।

যেভাবে ফল দেখবেন

ভর্তি পরীক্ষার ফল জানা যাবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর–এর ওয়েবসাইট (www.dgme.gov.bd) এবং স্বাস্থ্য অধিদপ্তর–এর ওয়েবসাইট (www.dghs.gov.bdresult.dghs.gov.bd) থেকে। ‘MBBS Result 2025-2026’ লিংকে রোল নম্বর প্রবেশ করালে ফল দেখা যাবে। শিক্ষার্থীরা ফল ডাউনলোড বা স্ক্রিনশট সংরক্ষণ করতে পারবেন। মেধাতালিকা পিডিএফ আকারেও প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে মোট আসন রয়েছে ১৩ হাজার ৫১টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০টি এবং ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসন। বেসরকারি মেডিকেল কলেজে আসন ৬ হাজার ১টি এবং ডেন্টাল কলেজে রয়েছে ১ হাজার ৪০৫টি আসন। এবার মোট আবেদনকারী ছিলেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন, যার মধ্যে ছেলে ৪৯ হাজার ২৮ জন এবং মেয়ে ৭৩ হাজার ৬০৪ জন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে