ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ভারতীয় হাইকমিশনারকে তলব, যা বলল দিল্লি

২০২৫ ডিসেম্বর ১৪ ১৯:২২:১৬
ভারতীয় হাইকমিশনারকে তলব, যা বলল দিল্লি

নিজস্ব প্রতিবেদক: ভারতের ভূখণ্ড কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কার্যক্রমে ব্যবহার করা হয়নি বলে দাবি করেছে দিল্লি।

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের পর এই বক্তব্য জানিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস নোটে জানিয়েছে, “বাংলাদেশে নির্বাচন অবশ্যই মুক্ত, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত। শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি বাংলাদেশ সরকার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করবে।”

প্রেস নোটে আরও বলা হয়েছে, ভারত কখনো তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধু জনগণের স্বার্থবিরোধী কাজে ব্যবহার করতে দেয়নি।

ঢাকায় হাইকমিশনারকে তলব করার সময় জানানো হয়েছে, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুযোগ দেওয়া এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার মতো ঘটনার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করার প্রচেষ্টার বিষয়ে বাংলাদেশের গভীর উদ্বেগ রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে, ভারতের কাছে শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বান জানানো হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে