ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

প্রিমিয়ার ব্যাংকের এমডি হলেন মনজুর মফিজ

২০২৫ ডিসেম্বর ১৫ ১৩:০৫:২৪
প্রিমিয়ার ব্যাংকের এমডি হলেন মনজুর মফিজ

নিজস্ব প্রতিবেদক: দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মনজুর মফিজ। একই সঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি এই নতুন দায়িত্ব গ্রহণ করেন বলে ব্যাংক সূত্রে জানা গেছে।

ব্যাংকিং খাতে মো. মনজুর মফিজের অভিজ্ঞতা প্রায় ৩২ বছরের। ১৯৯৩ সালে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে কর্মজীবন শুরু করার পর দীর্ঘ সময়ে তিনি দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

প্রিমিয়ার ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি ওয়ান ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, দ্য সিটি ব্যাংক, এবি ব্যাংক এবং সোনালী ব্যাংকে কর্মরত ছিলেন। এসব প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে করপোরেট ব্যাংকিং কার্যক্রমের কেন্দ্রীয়করণ, তহবিল ব্যবস্থাপনার নীতিমালা প্রণয়ন এবং ব্যয় নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখেন তিনি।

তার নেতৃত্বে খুচরা ব্যাংকিং ও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতে আমানত প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। পাশাপাশি মোবাইলভিত্তিক আর্থিক সেবা ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং সেবা চালু ও বিকাশের প্রক্রিয়াতেও তার সম্পৃক্ততা ছিল।

শিক্ষাগত দিক থেকে মো. মনজুর মফিজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে