ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আইপিএল মক নিলাম: মুস্তাফিজ, তানজিম সাকিবের ভিত্তিমূল্য কত-কোন দলে?

২০২৫ ডিসেম্বর ১৪ ১৭:৪৯:৫৬
আইপিএল মক নিলাম: মুস্তাফিজ, তানজিম সাকিবের ভিত্তিমূল্য কত-কোন দলে?

স্পোর্টস ডেস্ক: আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলাম। তার আগেই ক্রিকেটাঙ্গনে বাড়তি কৌতূহল তৈরি করেছেন ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ক্রিকেটপ্রেমীদের জন্য ভিন্নধর্মী আয়োজন হিসেবে তিনি একটি মক নিলামের আয়োজন করেন। যদিও এটি ছিল অনানুষ্ঠানিক ও বিনোদনমূলক, তবে আসন্ন মূল নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্ভাব্য কৌশল ও আগ্রহ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলেছে এই আয়োজন থেকে।

অশ্বিনের মক নিলামে বিশেষভাবে নজর কাড়েন বাংলাদেশের দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। মুস্তাফিজকে দলে নিতে দর কষাকষিতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। ২ কোটি রুপি ভিত্তিমূল্য থেকে শুরু হওয়া এই লড়াই শেষ পর্যন্ত গিয়ে থামে ৩ কোটি ৫০ লাখ রুপিতে। ওই দামেই মুস্তাফিজকে মক নিলামে দলে ভেড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

অন্যদিকে, তানজিম হাসান সাকিবকে নিয়ে খুব একটা প্রতিযোগিতা দেখা যায়নি। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যেই তাকে কিনে নেয় গুজরাট টাইটান্স। তবে বিশ্লেষকদের মতে, এই মক নিলামের ফলাফল মূল নিলামে তানজিমের সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

গুজরাট টাইটান্সের তানজিমে আগ্রহ দেখানোর পেছনে যুক্তিসংগত কারণও রয়েছে। কাগিসো রাবাদার সঙ্গে জুটি গড়ার জন্য একজন বিদেশি পেসার খুঁজছে ফ্র্যাঞ্চাইজিটি। সে দিক থেকে তানজিম তাদের পরিকল্পনায় ভালোভাবেই মানিয়ে যেতে পারেন। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেও মুস্তাফিজের জায়গা করে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমান চ্যাম্পিয়নদের দলে জশ হ্যাজলউডের ব্যাকআপ হিসেবে একজন অভিজ্ঞ পেসারের প্রয়োজন রয়েছে। পাশাপাশি চোটপ্রবণ যশ দয়ালের বিকল্প হিসেবে একজন বাঁহাতি পেসারও দরকার এই দুই বিবেচনাতেই মুস্তাফিজ হতে পারেন আদর্শ সমাধান।

সার্বিকভাবে সম্ভাব্য নিলাম চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, তানজিম হাসান সাকিবের প্রতি আগ্রহ দেখাতে পারে দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টস। অন্যদিকে, মুস্তাফিজুর রহমানকে দলে নিতে বিড করতে পারে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। এমনকি সানরাইজার্স হায়দরাবাদের বিবেচনায় থাকতে পারেন আরেক বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনও।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে