ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নির্বাচন সামনে রেখে সব দলের জন্য পুলিশের নিরাপত্তা প্রটোকল

২০২৫ ডিসেম্বর ১৪ ১৬:৩৫:৪০
নির্বাচন সামনে রেখে সব দলের জন্য পুলিশের নিরাপত্তা প্রটোকল

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ সব রাজনৈতিক দলের জন্য একটি সমন্বিত নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে। এতে রাজনৈতিক নেতা ও সম্ভাব্য প্রার্থীরা কীভাবে নিজেদের বাসভবন, দলীয় কার্যালয়, চলাচল, জনসভা এবং অনলাইন প্ল্যাটফর্মে নিরাপত্তা নিশ্চিত করবেন— সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা থাকবে।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, নির্বাচনী সময়কে ঘিরে সহিংসতা ও অস্থিতিশীলতা রোধে আগাম প্রস্তুতি হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

একই সঙ্গে গণঅভ্যুত্থানের সম্মুখভাগে থাকা নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে বলেও জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি–এর ওপর হামলার ঘটনায় হামলাকারী ও তাদের সহযোগীদের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করেছে পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর নিবিড় অভিযান অব্যাহত রয়েছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং সন্দেহভাজনদের আঙুলের ছাপ পরীক্ষা করা হচ্ছে।

প্রধান সন্দেহভাজন যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য শুক্রবার রাত থেকেই দেশের সব ইমিগ্রেশন চেকপোস্টে তার ছবি ও বিস্তারিত তথ্য পাঠানো হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ ও র‍্যাব–এর টহল জোরদার করা হয়েছে।

দেশের ভেতরে একাধিকবার সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা হলেও বারবার স্থান পরিবর্তনের কারণে এখনো তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানানো হয়।

পুলিশ জানায়, প্রধান সন্দেহভাজনের চলাচলের পূর্ণাঙ্গ ট্রাভেল হিস্ট্রি ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। নথিপত্রে দেখা গেছে, আইটি ব্যবসায়ী পরিচয়ে তিনি গত কয়েক বছরে বিভিন্ন দেশে সফর করেছেন। সর্বশেষ গত ২১ জুলাই তার সিঙ্গাপুর ভ্রমণের তথ্য মিলেছে।

এই হামলার পেছনে জড়িত থাকতে পারে— এমন আরও কয়েকজন ব্যক্তিকে নজরদারির আওতায় আনা হয়েছে এবং তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন–এর প্রতিনিধিকে ডেকে আন্তর্জাতিক অপরাধ আদালতে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল–কে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের দাবি পুনর্ব্যক্ত করেছে।

হাইকমিশনারকে জানানো হয়, ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনা বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বিনষ্টের লক্ষ্যে ধারাবাহিকভাবে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং আসন্ন নির্বাচন বানচালের উদ্দেশ্যে তার অনুসারীদের সহিংস কর্মকাণ্ডে প্ররোচিত করছেন।

বাংলাদেশ সরকার ভারতের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা এসব ফ্যাসিস্ট ও সন্ত্রাসী কার্যকলাপ দ্রুত বন্ধে কার্যকর ব্যবস্থা নেয় এবং ভারতে পলাতক সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয় না দেয়।

একই সঙ্গে শরিফ ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনরা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তা ঠেকাতে ভারত সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। তারা ভারতে প্রবেশ করলে যেন ভারতীয় কর্তৃপক্ষ দ্রুত গ্রেপ্তার করে বাংলাদেশে প্রত্যর্পণের ব্যবস্থা নেয়— সে অনুরোধও জানানো হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে