ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

রেমিট্যান্স প্রবৃদ্ধি, ১৪ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

২০২৫ ডিসেম্বর ১৫ ১৮:৩৩:৩৬
রেমিট্যান্স প্রবৃদ্ধি, ১৪ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: চলতি ডিসেম্বর মাসে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকায় ব্যাংকিং খাতে ডলারের উদ্বৃত্ত তৈরি হয়েছে। বৈদেশিক মুদ্রাবাজারে ভারসাম্য রক্ষা ও বিনিময় হার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক ১৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৪ কোটি মার্কিন ডলার কিনেছে।

মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে পরিচালিত এই ক্রয়ে প্রতি ডলারের বিনিময় হার নির্ধারিত হয় ১২২ টাকা ২৯ পয়সা থেকে ১২২ টাকা ৩০ পয়সা। এর মাধ্যমে চলতি ২০২৫–২৬ অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৮০৪ মিলিয়ন বা ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার।

সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক–এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১২৯ কোটি ডলার। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১০৯ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৮ শতাংশ।

এছাড়া চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪৩৩ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১০ কোটি ডলার বেশি। এতে এই সময়ে প্রবাসী আয় প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, হুন্ডি দমনে সরকারের কঠোর অবস্থান, প্রবাসী আয়ে নগদ প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেল সহজীকরণের ফলে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক পরিবর্তন এসেছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি ফিরেছে।

এদিকে সদ্য সমাপ্ত নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা মোট ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার দেশে পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৫ হাজার ২৫২ কোটি টাকার সমান।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে