ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

২০২৫ ডিসেম্বর ১৫ ১৯:২৬:৪৩
বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস। সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি ও বিক্ষোভের সংখ্যা বাড়তে পারে—এমন আশঙ্কায় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও আন্দোলন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানায়, বাংলাদেশ নির্বাচন কমিশন–এর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই রাজনৈতিক কর্মসূচি আরও ঘন ঘন ও তীব্র আকার ধারণ করতে পারে বলে সতর্ক করা হয়।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, শান্তিপূর্ণভাবে শুরু হওয়া কোনো সমাবেশ বা বিক্ষোভও মুহূর্তের মধ্যে সহিংসতায় রূপ নিতে পারে। এ কারণে বড় ধরনের জমায়েত, রাজনৈতিক কর্মসূচি ও বিক্ষোভস্থল থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের নিজেদের আশপাশের পরিস্থিতির প্রতি সতর্ক দৃষ্টি রাখার, স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত অনুসরণ করার এবং যেকোনো ধরনের ভিড় এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

জরুরি পরিস্থিতিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস বা যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগ–এর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ তথ্য পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম (এসটিইপি)-এ নিবন্ধন করতে মার্কিন নাগরিকদের আহ্বান জানিয়েছে দূতাবাস।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে