ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

চীনা জাহাজে মার্কিন সেনা অভিযান

২০২৫ ডিসেম্বর ১৩ ১০:২৯:১২
চীনা জাহাজে মার্কিন সেনা অভিযান

আন্তর্জাতিক ডেস্ক: ভারত মহাসাগরে চীন থেকে ইরানের উদ্দেশে যাত্রারত একটি জাহাজে বিশেষ অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর স্পেশাল অপারেশন ফোর্স। শুক্রবার (১২ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও সামরিক কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, ওই জাহাজে প্রচলিত অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী ও উপকরণ বহন করা হচ্ছিল। অভিযানের সময় এসব সামগ্রীর চালান শনাক্ত করে মার্কিন বাহিনী তা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়।

চালান ধ্বংসের পর জাহাজটিকে তার গন্তব্যের দিকে এগিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়। এ সময় কয়েক ঘণ্টা ধরে স্পেশাল অপারেশন ফোর্সের সদস্যরা জাহাজটিতে অবস্থান করেন। পরে শ্রীলঙ্কার উপকূলবর্তী এলাকায় পৌঁছালে তারা জাহাজটি ত্যাগ করে মার্কিন যুদ্ধজাহাজে ফিরে যান।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চীন ও ইরানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ওয়াল স্ট্রিট জার্নাল। তবে দুই দেশের পক্ষ থেকেই কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে