ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

গ্রেপ্তার দেখানো হলো আনিস আলমগীরকে

২০২৫ ডিসেম্বর ১৫ ১৬:১১:৫৪
গ্রেপ্তার দেখানো হলো আনিস আলমগীরকে

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের অভিযোগটি এখন আনুষ্ঠানিকভাবে মামলায় রূপ নিয়েছে। এ মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে আনিস আলমগীরকে আদালতে হাজির করা হবে।

তিনি বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে আদালতে তোলা হবে।

এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে রাতভর তিনি সেখানেই ছিলেন।

দিবাগত রাত আড়াইটার দিকে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’-এর কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে আনিস আলমগীর ও মেহের আফরোজ শাওন ছাড়াও আরও দুজনের নাম উল্লেখ করা হয়।

অভিযোগে অভিযুক্ত অপর দুই ব্যক্তি হলেন মডেল মারিয়া কিসপট্টা এবং ইমতু রাতিশ ইমতিয়াজ। অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে