ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

২০২৫ ডিসেম্বর ১৪ ১৯:৩০:০৮
দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রবিবার (১৪ ডিসেম্বর) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও দেশের সব জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের আয়োজন করা হয়েছে।

এরপর সকাল ৭টায় দলের জাতীয় নেতৃবৃন্দসহ নেতা-কর্মীরা জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সকাল সাড়ে ৯টায় প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান (বীর উত্তম)-এর মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় আলোকসজ্জায় সজ্জিত করা হবে। পাশাপাশি ক্রোড়পত্র প্রকাশ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো তাদের নিজস্ব কর্মসূচি বাস্তবায়ন করবে।

বিজ্ঞপ্তিতে ঢাকাসহ দেশের সব জেলা, উপজেলা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনকে মহান বিজয় দিবস উপলক্ষে ঘোষণা করা কর্মসূচি যথাযথভাবে পালন করার আহ্বান জানানো হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে