ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

হাদির ওপর হামলার প্রতিবাদে শাহবাগ ব্লকেড

২০২৫ ডিসেম্বর ১৫ ১৩:২৯:১৯
হাদির ওপর হামলার প্রতিবাদে শাহবাগ ব্লকেড

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলা এবং আসামিদের গ্রেপ্তারে ব্যর্থতার প্রতিবাদে রাজধানীর শাহবাগে রাস্তাবন্ধ করেছে জাতীয় ছাত্রশক্তি। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় শাহবাগ মোড়ে সংগঠনটি রাস্তা অবরোধ করলে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অবরোধকারীরা হাদির ওপর হামলার ঘটনা এবং আসামিদের গ্রেপ্তার না হওয়ার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। তারা সরকারের আইন-শৃঙ্খলা ব্যবস্থার অবনতি নিয়েও অভিযোগ তুলেছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তৎপর রয়েছে।

ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ নেতা এবং ‘ইনকিলাব মঞ্চে’ মুখপাত্র। তিনি ঢাকার ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হবার ঘোষণা দিয়েছিলেন। নির্বাচন প্রচারণার অংশ হিসেবে তিনি নিয়মিত গণসংযোগ চালাচ্ছিলেন।

গত ১২ ডিসেম্বর শুক্রবার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে দুজন আততায়ীর মধ্যে একজন মোটরসাইকেল থেকে চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি চালায়। গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে