ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ওসমান হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি

২০২৫ ডিসেম্বর ১৪ ১৯:৫২:২৬
ওসমান হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। তবে বর্তমান শারীরিক অবস্থায় তিনি বিদেশে ভ্রমণের উপযোগী কি না, সে বিষয়ে এখনো মেডিকেল বোর্ডের চূড়ান্ত অনুমোদন মেলেনি।

চিকিৎসকরা জানিয়েছেন, হাদিকে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর—এই দুই দেশের যেকোনো একটি হাসপাতালে নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কোন দেশে নেওয়া হবে, সে বিষয়ে রাতের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ও ওসমান হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। বর্তমানে থাইল্যান্ড ও সিঙ্গাপুর—এই দুটি বিকল্প নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে।

ডা. আব্দুল আহাদ আরও জানান, আগামীকাল হাদিকে বিদেশে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে বর্তমান শারীরিক অবস্থায় বিদেশযাত্রা নিরাপদ হবে কি না, সে বিষয়ে মেডিকেল বোর্ড এখনো চূড়ান্ত ক্লিয়ারেন্স দেয়নি। বোর্ডের সিদ্ধান্ত পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, বর্তমানে ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক এবং তিনি সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে আছেন। মেডিকেল বোর্ডের চূড়ান্ত অনুমোদন মিললেই বিদেশে নেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে