ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি

২০২৫ ডিসেম্বর ১৪ ১৩:১৩:১৬
‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের ক্যাটাগরিতে পরিবর্তন এসেছে। কোম্পানিটি বিদ্যমান 'এ' ক্যাটাগরি থেকে 'বি' ক্যাটাগরিতে নেমে গেছে।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। আজ ১৪ ডিসেম্বর, ২০২৫ তারিখ থেকে এই ক্যাটাগরি পরিবর্তন কার্যকর হয়েছে।

সূত্র অনুযায়ী, ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থ বছরের জন্য কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে। নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী, যেসব কোম্পানি ১০ শতাংশ বা তার বেশি ডিভিডেন্ড দেয়, তারা সাধারণত 'এ' ক্যাটাগরিতে থাকে। কিন্তু ডিভিডেন্ড কম দেওয়ায় মুন্নু এগ্রোর ক্যাটাগরি পরিবর্তন হয়েছে।

সাধারণত, যেসব কোম্পানি স্টক ডিভিডেন্ড দেয় বা ১০ শতাংশ এর নিচে ক্যাশ ডিভিডেন্ড দেয়, সেসব কোম্পানিকে 'বি' ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়। অন্যদিকে, যেসব কোম্পানি বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করার কারণে বা অন্য কোনো গুরুত্বপূর্ণ আইন লঙ্ঘনের কারণে পর পর দুই বছর ডিভিডেন্ড দেয় না, সেগুলোকে 'জেড' ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়।

মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড এখন থেকে 'বি' ক্যাটাগরির আওতায় লেনদেন হবে। এই ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে, যা বিনিয়োগকারীদের জন্য জানা জরুরি।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে