ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

হাদি হ-ত্যা-চেষ্টা, অবশেষে পল্টন থানায় মামলা

২০২৫ ডিসেম্বর ১৫ ১১:১১:৪৬
হাদি হ-ত্যা-চেষ্টা, অবশেষে পল্টন থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার দুই দিন পর রাজধানীর পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে একজনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন পল্টন মডেল থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান। তিনি জানান, হাদির ওপর হামলার ঘটনায় থানায় আনুষ্ঠানিকভাবে মামলা নথিভুক্ত হয়েছে।

তবে মামলার বিস্তারিত তথ্য বা তদন্তসংক্রান্ত অগ্রগতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি ওই পুলিশ কর্মকর্তা।

এর আগে রোববার (১৪ ডিসেম্বর) অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী বেগম সামিয়া, শ্যালক শিপু এবং বেগম মারিয়াকে গ্রেপ্তার করে র‍্যাব। এসব গ্রেপ্তারের ফলে এ ঘটনায় আটক ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।

এদিকে রোববার বিকেলে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম জানান, হাদির ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট সন্দেহভাজনদের পাসপোর্ট ইতোমধ্যে ব্লক করা হয়েছে। একই সঙ্গে তদন্তের স্বার্থে তিনজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিম। এ ছাড়া র‍্যাবের পৃথক এক অভিযানে সন্দেহভাজন মো. আব্দুল হান্নানকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করা হয়। অভিযানের সময় হামলায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য শরিফ ওসমান হাদিকে আজ সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি বিভাগে তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে