ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এমপি প্রার্থীদের আ-গ্নে-য়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা

২০২৫ ডিসেম্বর ১৫ ১৮:২০:১০
এমপি প্রার্থীদের আ-গ্নে-য়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা

নিজস্ব প্রতিবেদক: গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানসংক্রান্ত একটি নতুন নীতিমালা প্রণয়ন করেছে সরকার। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়–এর রাজনৈতিক অধিশাখা-৪ থেকে ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’ জারি করা হয়।

নীতিমালায় বলা হয়েছে, সার্বিক নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে নির্ধারিত শর্তসাপেক্ষে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংসদ সদস্য পদপ্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ দেওয়া যাবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নীতিমালার মাধ্যমে অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে, যাতে ব্যক্তিগত নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি জনস্বার্থ ও রাষ্ট্রীয় নিরাপত্তাও অক্ষুণ্ণ থাকে।

সম্পূর্ণ নীতিমালা দেখতে ক্লিক করুন এখানে

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে