ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

প্রত্যাশা জাগিয়েও শেষ বেলায় নেমে গেল সূচক

২০২৫ ডিসেম্বর ১৫ ১৫:০৬:৩৩
প্রত্যাশা জাগিয়েও শেষ বেলায় নেমে গেল সূচক

নিজস্ব প্রতিবেদক: আগের দিনের ধারাবাহিকতায় আজও (১৫ ডিসেম্বর) পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। সূচকের ঊর্ধ্বমুখী ধারা নিয়ে দিনের লেনদেন শুরু হলেও শেষভাগে এসে সেই গতি ধরে রাখা যায়নি। দুপুর পোনে ১টা পর্যন্ত বাজার ইতিবাচক অবস্থানে থাকলেও পরবর্তী সময়ে সূচকের একটানা নিম্নগতি বিনিয়োগকারীদের প্রত্যাশা ভেঙে দেয়, যা ছিল অনাকাঙ্ক্ষিত।

বাজার পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হতাশা দেখা গেলেও বাজার সংশ্লিষ্টরা ধৈর্য ধরে লেনদেন করার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, শেয়ারবাজারে স্বল্পমেয়াদে এমন উত্থান-পতন স্বাভাবিক। গুজবে প্রভাবিত না হয়ে তথ্য যাচাই করে সতর্কভাবে বিনিয়োগ সিদ্ধান্ত নিলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪২ দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯০ দশমিক ০৪ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ১১ দশমিক ৬৬ পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করে ১ হাজার ১৬ দশমিক ৩৪ পয়েন্টে। পাশাপাশি ডিএসই-৩০ সূচক ১৪ দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭৭ দশমিক ১৮ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ২৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ারের দর।

ডিএসইতে এদিন মোট প্রায় ৪১৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৫৭ কোটি ৪৯ লাখ টাকা। সে হিসেবে একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৪৪ কোটি ৩৮ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ প্রায় ৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১২ কোটি ৪০ লাখ টাকার।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির শেয়ার ও ইউনিটের দর।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৪ দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৭২ দশমিক ৩৫ পয়েন্টে। আগের কর্মদিবসে এই সূচক ২৭ দশমিক ২১ পয়েন্ট কমেছিল।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে