ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

অবৈধ মোবাইল ফোন বন্ধের সময় বাড়লো

২০২৫ ডিসেম্বর ১৫ ১৯:০৯:২৪
অবৈধ মোবাইল ফোন বন্ধের সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক: দেশে অবৈধভাবে আমদানি ও চোরাই মোবাইল ফোনের ব্যবহার ঠেকাতে আগামী ১৬ ডিসেম্বর ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর ঘোষণা দেওয়া হলেও সেই সময়সূচি পরিবর্তন করেছে সরকার। মোবাইল ফোন ব্যবসায়ীদের আন্দোলন ও একাধিক দাবির পরিপ্রেক্ষিতে এনইআইআর কার্যকরের সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে এনইআইআর নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব মোবাইল ফোন ব্যবসায়ীদের আগে আমদানি করা অবিক্রিত বা গুদামে থাকা মোবাইল হ্যান্ডসেটগুলোর আইএমইআই নম্বরসহ প্রয়োজনীয় তথ্য এনইআইআর সিস্টেমে যুক্ত করার সুযোগ দিতেই সময় বাড়ানো হয়েছে।

এ লক্ষ্যে মোবাইল ফোন ব্যবসায়ীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত মাইক্রোসফট এক্সেল (.xlsx) ফরম্যাটে তথ্য প্রস্তুত করে [email protected] ঠিকানায় ই-মেইলের মাধ্যমে পাঠানোর অনুরোধ জানিয়েছে বিটিআরসি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগে এনইআইআর চালুর প্রস্তুতি হিসেবে অবিক্রিত বা স্থিত মোবাইল হ্যান্ডসেটের তথ্য জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১৫ ডিসেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যে অনেক ব্যবসায়ী প্রয়োজনীয় তথ্য দাখিল করতে পারেননি।

এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের সুবিধা বিবেচনায় নিয়ে এনইআইআর চালুর তারিখ ১৬ ডিসেম্বর থেকে পিছিয়ে ১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে বলে জানায় বিটিআরসি।

এর পাশাপাশি নেটওয়ার্কে অবিক্রিত বা স্থিত মোবাইল ফোনগুলো অন্তর্ভুক্ত করার সুযোগ নিশ্চিত করতে তথ্য দাখিলের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে